ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি

ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি-MediDoor BD

ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি


ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি। ওষুধ ব্যবসার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুন-আগস্ট ২০২১ সেশনের ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের ভর্তি আগামী ০১ এপ্রিল ২০২১ তারিখ থেকে শুরু হবে। আগ্রহী ও নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির জেলা শাখা/উপ-শাখা অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছেঃ

ভর্তির যোগ্যতা:


১। আবেদনকারীকে এস.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২। আবেদনকারীর বয়সসীমা ১৭-৫০ বছরের মধ্যে হতে হবে।

৩। ড্রাগ লাইসেন্সধারী ফার্মেসীর মালিক নিজে বা তাঁর ফার্মেসীতে কর্মরত এক বা একাধিক ব্যক্তি।

কোর্স ও পরীক্ষার ফি:


কোর্স ফি ২,৩৫০/- (দুই হাজার তিনশত পঞ্চাশ) টাকা, পরীক্ষার ফি ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা এবং আবেদন ফরম ১০/- (দশ) টাকা সর্বমোট ৩,৮৬০/- (তিন হাজার আটশত ষাট) টাকা “বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল” এর অনুকূলে পে-অর্ডারের মাধ্যমে জমা করতে হবে। কোন অবস্থাতেই উল্লেখিত ফি নগদ গ্রহণ করা যাবে না এবং নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ গ্রহণ করা যাবে না। (পে অর্ডারের ব্যাংক নির্ধারিত কমিশন আবেদনকারীকে বহন করতে হবে।)

আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি জমা করতে হবে:

১। ভর্তির ফরমের সাথে এস.এস.সি/সমমানের সনদপত্রের সত্যায়িত কপি।

২। সংশ্লিষ্ট ফার্মেসীর ড্রাগ লাইসেন্সের সত্যায়িত কপি এবং মনোনীত ব্যক্তির ক্ষেত্রে ফার্মেসীর নিজস্ব প্যাডে মালিক কর্তৃক প্রত্যয়নপত্র (আবেদনকারীকে ফরম সংগ্রহের সময় অবশ্যই মূল ড্রাগ লাইসেন্সের কপি বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সংশ্লিষ্ট জেলার সভাপতির নিকট উপস্থাপন করতে হবে)।

৩। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।

৪। সদ্যতোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ল্যাব প্রিন্ট ছবি।

৫। নির্ধারিত ফি (অফেরৎযোগ্য) পে-অর্ডারের মাধ্যমে জমা করতে হবে।

বিঃদ্রঃ (ক) কোন তথ্য ভুল বলে প্রতীয়মান হলে প্রশিক্ষণার্থীর ভর্তি বাতিল হবে এবং ফি অফেরৎযোগ্য। (খ) যদি কেউ নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ দাবি করে, সেক্ষেত্রে অবশ্যই মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর (ই-মেইল: dgda.gov@gmail.com); সচিব, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল (ই-মেইল: info@pcb.gov.bd) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।

ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি

ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি - MediDoor BD
তথ্য সূত্র: http://pcb.gov.bd/
ফার্মেসী সি ক্যাটাগরি কোর্সের সহজ মডেল টেস্ট ও প্রশ্নব্যাংক

ফার্মেসী সি ক্যাটাগরি কোর্সের সহজ মডেল টেস্ট ও প্রশ্নব্যাংক বইটি যারা নতুন করে ফার্মেসী সি ক্যাটাগরি কোর্স করতে যাচ্ছেন তাদের জন্য। বিগত সালের প্রশ্ন এবং উত্তর নিয়ে বইটি। ফার্মাসিস্ট সি ক্যাটাগরি কোর্সের ছাত্র-ছাত্রীদের জন্য। এই বইটির মধ্যে বিগত সালের সকল প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে । যার মাধ্যমে সহজে আপনি বুঝতে পারবেন কি ধরনের প্রশ্ন হয়ে থাকে ফার্মেসী সি ক্যাটাগরি পরিক্ষায়। বইটিতে আরও রয়েছে নতুন ব্যাচের বইটি থেকে অনেক প্রশ্ন ও উত্তর তৈরী করা হয়েছে যা আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সহযোগী করবে। বইটি সম্পূর্ণ নতুন ভার্শনে করা হয়েছে।

মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল

মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল ফার্মাসিস্ট সি ক্যাটাগরি কোর্সের নতুন ছাত্র-ছাত্রীদের জন্য।

বই পাওয়ার জন্য এবং যেকোনো তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করুন মেডিডোর বিডি হেল্পলাইন +৮৮০১৭৪৩-০৫৩৬৯৫, ০১৯৭৩-০৫৩৬৯৫

https://www.youtube.com/watch?v=NtjsHDjI6Eo

medidoorbd

all author posts

5 Comments

  • Shafkat Sayeed

    Mashallah

  • Abdul Kalam

    আমি কোনো ফার্মেসিতে কাজ করিনি। আমি কি আবেদন করতে পারবোনা? একটু জানাবেন।

  • লিয়াকত

    ক্লাস কতদিন?

  • মো : মোরশেদ হায়দার

    স্যার,বয়স ৫১ বছর ৮ মাস হলে কি ভর্তি হওয়া যাবে ?.. আমার এসএসসি ১৯৮৪ (ফলাফল : বিজ্ঞান শাখায় প্রথম বিভাগ)
    *** উল্লেখ্য আমার ৬ মাসের এলএমএএফ কোর্সের সনদ আছে।

  • Habibur Rahman

    Good idea

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.